রবিবার ● ১০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে রবিবার ১০ জানুয়ারি সকাল ৮টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, বিশেষ দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এছাড়া রাসেল স্কয়ার থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী৷
সমাবেশে সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি বাবুল বলেন, ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাঙালি জাতির জন্য খুবই তাত্পর্যপূর্ণ৷ ১৯৭২ সালের এইদিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা লাভ করে৷
প্রধান অতিথির বক্তব্যে কবি কাজী রোজী বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ছিল বাঙালির আনন্দের ও প্রেরণার দিন৷ এইদিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে পেয়ে উজ্জীবিত হয়েছিল৷ বঙ্গবন্ধু স্বাধীন দেশে এই দিন প্রত্যাবর্তন করে দেশ উন্নয়নে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ শুরু করেছিলেন৷ কিন্তু মাত্র ৪৪ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫’র ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা৷ ফলে দীর্ঘদিন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা এদেশে ছিল উপেক্ষিত৷ বর্তমান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে৷ এক্ষেত্রে সকলের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন৷
সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উল্লাহ ভূইয়া, ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ৷ কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷(প্রেস বিজ্ঞপ্তি)





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর