সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আলোচনা সভা
বান্দরবানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আলোচনা সভা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার ৭ অক্টোবর সকালে বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভায় বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা কে এম খালেদ বিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নিদের্শনা এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন বলেন, সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই দেশের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎসহ বিভিন্ন দিকে উন্নয়ন হচ্ছে।
এসময় অন্যান্যাদের মধ্যে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মার্মা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, বান্দরবান বেতার কেন্দ্রের সহকারি পরিচালক প্রকাশ কুমার নাথ, অজিত কান্তি নাথ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মার্মাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, জনপ্রতিনিধিসহ নারী পুরুষেরা উপস্তিত ছিলেন।





মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ