শুক্রবার ● ১৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের সিএনজি চালকের লাশ উদ্ধার
নবীগঞ্জের সিএনজি চালকের লাশ উদ্ধার
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ইনাগঞ্জের পাশ্ববর্তী খানপুর গ্রামের খাল থেকে মামুন মিয়া (১৮) নামে এক সিএনজি চালক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে খানপুর গ্রামের একটি খাল থেকে মামুনের লাশ করা হয়। মামুন মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আব্দুল মালিক এর পুত্র। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি চালক মামুন মিয়া নিজের সিএনজি ইনাতগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডে রেখে নিখোঁজ হয়। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিকটবর্তী জগন্নাথপুর এলাকার খানপুর গ্রামের একটি খালের পাশে মামুনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে জগন্নাথপুর থানার ওসি মো. এখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনের মৃতদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সিএনজি চালক মামুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। মামুনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।





শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন