সোমবার ● ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্য
কাউখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্য
কাউখালী প্রতিনিধি:: কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝেরপাড়ায় পুকুরে পানিতে ডুবে ২০ অক্টোবর রবিবার রাতে ২ শিশুর মুত্যু হয়েছে ।
জানা যায় উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মাঝের পাড়া মারমা এলাকার বাসিন্দা মংশি অং মারমার মেয়ে সুইমাচিং মারমা (৩) পার্শ্ববর্তী বাসিন্দা মংপাশিং মারমার ছেলে উহ্লাচিং মারমা (৩) বিকাল বেলা খেলাধুলা করতে মাঠে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলেও ছেলে মেয়েরা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা পাড়ার লোকজন নিয়ে খোজ করতে থাকে। কোথাও খুজে না পেয়ে পাড়ার পাশে পুকুরে খুজতে গিয়ে দেখেন ছোট শিশু ২ জন পুকুরের মাঝখানে ভেসে আছে। তাদের দ্রুত পুকুর হতে উদ্বার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী নোমান তাদের ২ জনকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কাউখালী থানায় পৃথকভাবে ২টি অপমৃত্যু মামলা হয়। মামলা নং ৭, তাং ২০.১০.১৯ইং আইও এস আই মো: হাসান উদ্দিন। মামলা নং ৮,তাং ২০.১০.১৯ইং। আইও এস আই মো: ইমরান হোসেন বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদ উল্লা পিপিএম নিশ্চিত করেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়