শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নতুন বই শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ - কৃষিমন্ত্রী
নতুন বই শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ - কৃষিমন্ত্রী

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে টাকার অপচয় হচ্ছে না৷ এটা একটা বিনিয়োগ, শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ৷
২২ জানুয়ারি শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী হীরকজয়নত্মী উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
তিনি বলেন, ২০০৯ এ সরকার গঠনের পর ২০১০ এ আমরা বই দিলাম৷ সে সময় বিজি প্রেসে বই ছাপার কাগজে আগুন দেয়া হল৷ ঢাকার আশপাশের যত দমকল বাহিনী ছিল তাদের দিয়ে আগুন নেভাতে ৩ দিন লেগেছিল৷ তারপরও ১ জানুয়ারি সমসত্ম শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছি৷
মন্ত্রী বলেন, সেদিন একটি কাগজে পড়লাম প্রতি বছর নতুন বই দিয়ে কি টাকার অপচয় হচ্ছে না? এমন তীর্যক প্রশ্ন রেখেছেন এক বিজ্ঞজন৷ এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে আমি বলব, গ্রামে যান, নতুন বই নিয়ে একটি ছাত্র যখন গন্ধ শুকে এবং তার মুখে যে তৃপ্তিটা থাকে, পড়ার জন্য যে আকাঙ্খাটা জন্মে একবার গিয়ে দেখে আসেন৷ তাহলেই বুঝবেন এটা অপচয় নয়, এটা বিনিয়োগ, শিক্ষার জন্য সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ৷
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলার মানুষ যেন ক্ষুধায় অন্ন পায়, পরনে বস্ত্র পায়, রোগে চিকিত্সা পায়, মাথা গুজার ঠাঁই পায়৷ একই সঙ্গে শিক্ষার আলোয় আলোকিত হয়৷ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিতার সেই অসমাপ্ত স্বপ্নকে বাসত্মবায়িত করার জন্য শিক্ষার ওপর যে গুরম্নত্ব দিয়েছেন এই গুরম্নত্ব ইতোপূর্বে কেউই দেয়নি৷ এটি আমরা বিনয়ের সঙ্গে দাবি করছি৷
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, আওয়ামীলীগ নেতা আতাউল্লাহ মন্ডল ও শফিকুল ইসলাম প্রমুখ৷
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেছেন৷
আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় :সন্ধ্যা ৭.০০মিঃ

      
      
      



    গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন    
    শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে    
    গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল    
    আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল    
    রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন    
    গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’    
    গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা    
    বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন    
    গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ