বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
রোয়াংছড়িতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাহাড়ি লাপাইগয় পাড়াতে অংমেসিং মারমা (৩০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী ক্যনুঅং মারমা (৩৮) কে আটক করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।
নিহত নারী রোয়াংছড়ি উপজেলা ৩নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের কচ্ছপতলী পাড়ার বাসিন্ধা থুইসাচিং মারমার মেয়ে।
পুলিশ স্থানিয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ জানুয়ারী) রাতে কচ্ছপতলি পাড়ায় অংমেসিং মারমা দাদু মারা যাওয়াতে তার মৃত দেহ দেখতে এসেছিলেন অংমেসিং মারমা। ওই দিন গভীর রাত হওয়াতে লাপাইগয় পাড়ার নিজ বাড়িতে সে না ফিরে কচ্ছপতলি বাপের বাড়িতে অবস্থান করেন। ওই দিন রাত সাড়ে ১০টা দিকে স্বামী ক্যনুঅং মারমা কচ্ছপতলি শ্বাশুড় বাড়িতে এসে স্ত্রী অংমেসিং মারমাকে জোর পূর্বক নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে নিজ বাড়িতে পৌছালে স্ত্রী অংমেসিং মারমাকে সে হত্যা করেন। পরে পাড়া বাসীরা ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে আটক করে রোয়াংছড়ি থানা পুলিশে খবর দেন। পরে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী ক্যনুঅং মারমাকে আটক করে থানা নিয়ে আসে।
নিহত অংমেসিং মারমার বাবা থুইসাচিং মারমা অভিযোগ করে বলেন, বিনা কারণে আমার মেয়েকে আমাদের বাড়ি থেকে রাতের আধাঁরে ডেকে নিয়ে ঘাতক স্বামী ক্যনুঅং মারমা খুন করেছে। তাই খুনি ক্যনুঅং মারমাকে কঠিন শাস্তি দাবি করছি।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । নিহতের স্বামীকেও আটক করা হয়েছে । অংমেসিং মারমাকে খুন করা হয়েছে বলে নিহতদের পরিবারে দাবি করছেন। তবে নিহত ব্যক্তির গায়ে কোন রক্তক্ষরণ অবস্থা পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্তের পরে জানা যাবে।





কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা