বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটের সড়কে নিভে গেল আরো একটি তাজা প্রান
সিলেটের সড়কে নিভে গেল আরো একটি তাজা প্রান
সিলেট প্রতিনিধি :: সিলেটের সড়কে বেপরোয়া গতির গাড়ী কেড়ে নিচ্ছে একের এক তাজা প্রান। এবার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার নাম্বারবিহীন মোটরসাইকেল চালকের বেপরোয়া ডাইভিং নিভিয়ে দিল আব্দুল করিমের জীবন প্রদীপ। নিহত আব্দুল করিম ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বর এলাকার মৃত আলম মিয়ার ছেলে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় উপজেলার জৈন্তিয়া গেইট আইসক্রিম ফ্যাক্টরির সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল রাস্তা পারাপারের সময় আব্দুল করিম কে ধাক্কা দেয়। এসময়ে স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী বেপরোয়া গতির নাম্বারবিহীন একটি মোটরসাইকেল উপজেলার আইসক্রিম ফ্যাক্টরির সামনের রাস্তা পারাপারের সময় আব্দুল করিম (বেলটই) কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এসময়ে স্থানীয়রা আব্দুল করিমকে উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন হাইওয়ে পুলিশের এএস আই কামরুল হাসান।





পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ