শনিবার ● ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসী কোয়ারেন্টাইনে : মোট ১৩ জন
বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসী কোয়ারেন্টাইনে : মোট ১৩ জন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ইতালি ফেরত আরো এক প্রবাসীকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত শুক্রবার (২০ মার্চ) রাতে স্থানিয়দের সহযোগিতায় পুলিশ ও মেডিকেল টিম তাকে বান্দরবান সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে দিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবারে উপ-শহর বালাঘাটা লেমুঝিড়ি এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী মোঃ বেলাল গত (৯ মার্চ) ইতালি থেকে বাংলাদেশে আসার পর থেকে এলাকায় অবাধে ঘোরাফেরা করছিল। পরে বিষয়টি ছাত্রলীগের নেতা-কর্মীদের নজরে আসলে সদর থানা পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমসহ তাকে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমএ হাকিম বলেন, ইতালি ফেরত প্রবাসী বেলাল ও তার পরিবারের সদস্যরা লেমুঝিড়ি এলাকায় নতুন ঘর নির্মাণ করে বসবাস করেন। তারা এলাকায় নতুন হওয়ায় ও বেলাল ইতালি থেকে এসেছে এলাকাবাসীদের তা জানা ছিল না। পরে বিষয়টি আমি খবর পেলে স্বাস্থ্য বিভাগের টিম নিয়ে পুলিশসহ তাকে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে দিয়ে আসি।
এ বিষয়ে বান্দরবানে সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বলেন, জেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত জেলা সদরে ৬ জন, থানচি উপজেলায় ২ জন, আলীকদম উপজেলায় ১জন, নাইক্ষ্যংছড়িতে ৪ জনসহ মোট ১৩জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার কোন এলাকায় প্রবাসী আসছে সে বিষয়ে আমরা কড়া নজর রাখছি। আমারা স্বাস্থ্য বিভাগের টিম করোনাভাইরাস মোকাবেলায় আইসোলেশন ইউনিট নিয়ে সর্বদা প্রস্তুত আছি।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি