সোমবার ● ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে রাঙামাটিতে কলেজ ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ
রাঙামাটি :: রাঙামাটিতে ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটির জনবহুল বনরূপা, কাটাপাহাড়, সমতাঘাট এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র নেতৃত্বে কলেজ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, ছাত্রনেতা আজমীর হোসেন, অসিম দাশ, সৈয়দ মোঃ সোহেল, মেহেরাজ উদ্দিন (শান্ত), মো. আব্দুল করিমসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা জানান, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এছাড়া অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজার ও মাক্সের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে হিমশিম খাচ্ছে। তাই শ্রমজীবি মানুষেরা যাতে মাক্স ব্যবহার, লিফলেট বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজারের উপর গুরুত্বারোপ করে তার জন্য তাদেরকে সচেতন করার জন্যই এই উদ্যোগ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন