বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস কর্মী দুর্দবো চাকমা নিহত
বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস কর্মী দুর্দবো চাকমা নিহত
বাঘাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় রুপকারী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থি পিসিজেএসএস এমএন লারমা গ্রুপের দুদর্বো চাকমা (৪৫) নামের এক কর্মী নিহত হয়েছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলি দুদর্বো চাকমার স্ত্রী মিলেবো চাকমা (৩৫) পায়ে গুলি বৃদ্ধ হয়ে আহত হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মনজুর বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার ২৫ মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।
এ বিষয়ে বাঘাইছড়ি সংস্কারপন্থি পিসিজেএসএসিএমএন লারমা গ্রুপের নেতা সুরেশ কান্তি চাকমা বলেন দুদর্বো চাকমা ও তার স্ত্রী নিজ বাড়ীতে বসে টিভি দেখছিলো এসময় অস্ত্রধারী একদল দুর্বৃত্তরা তাদের লক্ষ করে ব্রাশ ফায়ার করে এতে ঘটনা স্থলেই দুদর্বো চাকমা নিহত হয় এবং তার স্ত্রী পায়ে গুলি বৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এই ঘটনার জন্য সংস্কারপন্থি পিসিজেএসএসিএমএন লারমা গ্রুপ প্রতিপক্ষ পিসিজেএসএস সন্তু গ্রুপকে দায়ি করে, কিন্তু পিসিজেএসএস সন্তু গ্রুপ হত্যার দায় অস্বিকার করে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন