মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে করোনা সন্দেহে ৪ জনের নমুনা পরিক্ষা
কাউখালীতে করোনা সন্দেহে ৪ জনের নমুনা পরিক্ষা
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার সন্দেহমুলুক ভাবে করোনা ভাইরাস (কোভিড-১৯) ৪ জনের নমুনা পরিক্ষা করার জন্য সরকারী ল্যাবে পাঠানো হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়।
জানা যায় সারা দেশ ব্যাপি করোনা ভাইরাস কোভিড-১৯ টি যখন সন্দেহ মুলুক পরিক্ষার পর রোগি সনাক্ত হচ্ছিল তখন কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের কচুখালী গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র দে(৭০) উপজেলা স্বাস্থ্য বিভাগে সাধারন চিকিৎসার জন্য আসলে চিকিৎসকের সন্দেহ হলে তাকে গত ৭ এপ্রিল তার নমুনা পরিক্ষা করা হয় কিন্তু ফলাফল নেগেটিভ। আরেক জন একই ইউনিয়নের কাশখালী গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৪৫) হাসপাতালে চিকিৎসা নিতে আসলে চিকিৎসক তার রোগের লক্ষন দেখে করোনা ভাইরাস কোভিড-১৯ নমুনা গত ১২ এপ্রিল পরিক্ষা করান কিন্তু তার ফলাফল নেগেটিভ হয় বলে ডাঃ শিবলী শফিউল্লাহ জানান।
অপর দিকে গতকাল ১৩ এপ্রিল (সোমবার) উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ মঈলুল ইসলাম(৪১) ঢাকা হতে হতে বাড়িতে আসেন এবং তার সংগে ঢাকা হতে আসা ৩নং ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা নুমং মারমা (৩৭) তারা দুইজন এক সংগে ঢাকা হতে কাউখালী গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাদের দুই জনের করোনা ভাইরাস কোভিড-১৯ পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের ইপিআই কন্ট্রোল রুমে প্রেরণ করেন বলে জানা যায়। এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা বলেন তাদের নমুনা সংগ্রহ তরে পাঠানো হয়েছে হাতে রিপোর্ট আসলে বলতে পারবো করোনায় আক্রান্ত পজেটিভ না নেগেটিভ তবে তাদের প্রত্যেক কে ১৪ দিন হোম কোয়রেন্টিনে থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
কাউখালী কৃষি বিভাগের প্রণোধনা সার বীজ বিতরন
কাউখালী :: কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবস্থাপনায় গতকাল সোমবার উপজেলার কৃষকদের মাঝে সার বীজ বিতরন করা হয় বলে জানা যায়।
জানা যায় উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগ হতে উপজেলার তিন শত জন কৃষকের মাঝে খরিফ-১/২০২০-২০২১ মৌসুমে উৎপাদন বৃদ্বির লক্ষে প্রণোধনা কর্মসুচীর আওতায় আউশ(উফশী) চাষিদের মধ্যে জন প্রতি ধানের বীজ ৫ কেজি,ডিএফি সার ২০ কেজি,এম ও পি সার ১০ কেজি করে সার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা হ্লামুচিং মারমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম মাওলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তৈয়ব নুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কল্লোল দেওয়ান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল ত্রিপুরা সহ কৃসি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগন ও কৃষক গন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন