বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বৈশাখের দ্বিতীয় দিনে সিলেটে কালবৈশাখীর প্রভাব
বৈশাখের দ্বিতীয় দিনে সিলেটে কালবৈশাখীর প্রভাব
সিলেট প্রতিনিধি :: বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১-৪৫ মিনিটের সময় দিকে হঠাৎ করে কালবৈশাখীর প্রভাবে সিলেট মহানগরী ও আশেপাশের উপজেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মেঘে ঢাকা পড়ে দিনের আলো। দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে। সেই সাথে শুরু হয় প্রচণ্ড বেগে বাতাস। এতে নগরীর রাস্তাঘাটে বিভিন্ন কাজে থাকা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এদিকে বাতাস শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলে ধুলো বালিতে একাকার হয়ে যায়। পথচারীরা খুব দ্রুতই গন্তব্যের দিকে ছুটে যান। রাস্তায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপদ দুরত্বে অবস্থান নেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ট মানুষকে কিছুটা স্বস্তিও দিয়েছে এই বাতাস।
এদিকে বৈশাখের দ্বিতীয় দিনে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়