শিরোনাম:
●   লাশ আনার পথে তারাও লাশ হয়ে ফিরলেন ●   রাঙামাটিতে ইফা’র উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সভা ●   বিএনপি’র নেতা ও বিআরবি’র কর্মচারী খালেকের ভূমিদস্যতা রুখবে কে ? ●   আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে ●   নবীগঞ্জে দোকানপাট ভাঙচুর-লুটপাট ●   ব্যাটারিচালিত রিকশা : চালকদের সচেতনতার অভাবেই বাড়ছে দুর্ঘটনা ●   চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন ●   মাইজভাণ্ডারী ট্রাস্ট পরবর্তী প্রজন্মের কল্যাণে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে ●   কারও হটকারিতা বা বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা ●   রাঙামাটি ফুড প্রোডক্টস থেকে চোরাই মাল সহ আটক-৪ ●   আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ●   বিএনপির নেতা কর্মীদের পুলিশী ভূমিকায় আবির্ভূত হওয়ার কোন অবকাশ নেই : সাইফুল হক ●   মিরসরাইয়ে বিদেশি সিগারেটসহ যুবক গ্রেফতার ●   হাজারীখিল অভয়ারণ্যে অবমুক্ত করা হল ৩৩ অজগর ছানা ●   আত্রাইয়ে গাঁজা-মদসহ মা-মেয়ে গ্রেপ্তার ●   চুয়েটে পুরকৌশল বিভাগের সেমিনার অনুষ্ঠিত ●   রাউজানে দেয়াল ধসে কিশোরের মৃত্যু ●   চবিতে পিসিসিপির কমিটি গঠন ●   তেল খরচ লাখ টাকা, ভেটেরিনারি ক্লিনিক এর চিকিৎসা কোথায় ? ●   পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ পিতা ও পুত্র গ্রেফতার ●   কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী লিপ্টন ও ট্রিপল মার্ডারে রাজু শোন অ্যারেস্ট ●   কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তি উদযাপন ●   মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ●   আলীকদমে দুর্গম পাহাড়ে মেডিক্যাল ক্যাম্প করেছে বিজিবি ●   তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি ●   নিউইয়র্কে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত ●   রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ●   ৩ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচী ঘোষিত হবে ●   ফটিকছড়ি পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা ●   পার্বতীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় দুই ওসি ও ৩ ডাক্তারসহ আরো ৩২ জন করোনায় আক্রান্ত
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় দুই ওসি ও ৩ ডাক্তারসহ আরো ৩২ জন করোনায় আক্রান্ত
বুধবার ● ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় দুই ওসি ও ৩ ডাক্তারসহ আরো ৩২ জন করোনায় আক্রান্ত

---নাজমুল হক নাহিদ, (নওগাঁ ) আত্রাই  প্রতিনিধি :: নওগাঁয় পুলিশের দুই ওসি, ৩ ডাক্তার , ৫ স্বাস্থ্যকর্মীসহ ৩২ জন নতুন রোগী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৫০ জন সনাক্ত হয়েছেন। ওই ২সি নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের সংর্স্পশে এসেছিলেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর এ মোর্শেদ।
শনাক্তরা হলেন : পত্নীতলা থানার ওসি এবং ওসি তদন্তসহ ২ জন, রানীনগর উপজেলায় ১ জনডাক্তারসহ ৭জন,মহাদেবপুর উপজেলায় ২ডাক্তারসহ ৬জন, নিয়ামতপুরে ৪স্বাস্থ্যকমীসহ ৮জন, সাপাহার উপজেলায় ৭ জন, ধামইরহাট উপজেলায় ১জন, ও বদলগাছি উপজেলায় স্বাস্থ্যকর্মী১ জন। গত ২ও ৩ মে পাঠানো ৭৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পত্নীতলা থানার ২ ওসি মহাদেবপুরও রানীনগর এর ৩ ডাক্তার নিয়ামতপুরও বদলগাছির ৫ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হবার ফলে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে চিহিৃত করে বুধবার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া আক্রান্ত ২ পুলিশ কর্মকর্তা ৩ ডাক্তারও ৫ স্বাস্থ্যকর্মীকে আইসোলেশনে প্রেরনের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা পুলিশ এবং অন্যান্যদেরকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনজুর এ মোর্শেদ।
এ বিষয়ে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, পত্নীতলা থানার ওসি এবং ওসি তদন্ত আক্রান্ত হবার ফলে এই থানায় এখন পুলিশের নতুন ব্যাচ দিয়ে কার্যক্রম পরিচালিত হবে। আক্রান্তদের আইসোলেশনেএবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখা হবে।

ভারতে পাচারের সময় নওগাঁ সীমান্তে তক্ষক  উদ্ধার
নওগাঁ :: নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিলুপ্ত প্রায় একটি বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বুধবার ৬ মে সকালে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবি‘র এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য যানা গেছে।

বিজিবি জানায়, রাতে রেজওয়ান (৪৫) ও নূরনবী (৩০) নামে দুই ব্যাক্তি ‘তক্ষক‘ টি ভারতে পাচার করতে সীমান্ত এলাকায় যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি নীতপুর বিওপি‘র টহল দল অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২১৯/১১-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে ‘তক্ষক’সহ রেজওয়ান ও নূরনবী বিজিবি সদস্যদের হাতে আটক হয়।

আটক রেজওয়ান সাপাহার উপজেলার করমুডাঙা গ্রামের রুস্তম আলীর ছেলে এবং নুরনবী খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ১২ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেয়া হয়। উদ্ধার হওয়া প্রাণীটি ৭.৫ ইঞ্চি লম্বা, ওজন ৪০ গ্রাম।

পরে রাতেই ‘তক্ষক‘ টি স্থানীয় গানাইর রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে বলে জানানো হয়।

আত্রাইয়ে দুই মহিলার শরীরে করোনা শনাক্ত উপজেলায় আক্রান্ত মোট ৫

আত্রাই (নওগাঁ) :: নওগাঁর আত্রাইয়ে আবারো দুই মহিলার শরীরে করোনা ভাইরাসের অস্তিত পাওয়া গেছে। এই দিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। নতুন আক্রান্ত রোগীরা দুই মহিলা ঢাকা ফেরত।
আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
জানাগেছে, আক্রান্ত ২জন মহিলা রোগী তারা উপজেলার সদুপুর ও অপর একজন উপজেলার দিঘা গ্রামের। একজনের বয়স ৩৭ ও অপর জনের বয়স ৫২ বছর। এ নিয়ে উপজেলায় আগের ৩ জন সহ মোট ৫জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, অন্য উপজেলা থেকে যে কেউ আত্রাইয়ে প্রবেশ করলে তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত হয় তারই পেক্ষিকে কয়েক দিন যাবত যারা ঢাকা এবং অন্যান্য এলাকা থেকে আত্রাই উপজেলায় এসেছে তাদের কে প্রাতিষ্ঠানিক হোমকরান্টাইনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সন্ধায় ২জন মহিলার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)