মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি : নিহত ৬, আহত ৩
বান্দরবানে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি : নিহত ৬, আহত ৩
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সংস্কারপন্থী) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন।
আজ মঙ্গলবার ৭ জুলাই ভোরে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পিসিজেএসএস ও সংস্কারপন্থীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাগমারা বাজার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় পিসিজেএসএস সংস্কারপন্থীর জেলার নেতা রতন তঞ্চঙ্গ্যাসহ ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার সিএইচটি মিয়িা প্রতিনিধিকে বলেন, বাগমারায় গোলাগুলির ঘটনায় আপাতত ৪ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।





রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম