শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা » স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন করার আহ্বান
স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন করার আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগ প্রচলিত উন্নয়ন দর্শন, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছে। এই সত্য উপলব্ধিতে নিতে ব্যর্থ হলে আগামীতে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি আরো ভয়ংকর সব ভাইরাসের মুখোমুখি হতে হবে। প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসতে না পারলে মানুষ ও প্রকৃতির মধ্যকার ভারসাম্য আরো গুরুতরভাবে বিপন্ন হবে। মানুষের অস্তিত্বই নানাদিক থেকে হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই বাংলাদেশ প্রবল ঝুঁকির মধ্যে, তার উপর মাটি, পানি, বায়ু, নদী, বনাঞ্চল বিষাক্ত ও ধ্বংসকারি মেগা উন্নয়ন প্রকল্পসমূহ অব্যাহত থাকলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের বিপদের মধ্যে নিপতিত হতে পারে। রূপপুর পারমানবিক প্রকল্প, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ কয়লাভিত্তিক নানা প্রকল্প এসব ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।
তিনি বলেন, স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষার মত গুরুত্বপূর্ণ সামাজিক খাতসমূহকে যে মুনাফাকেন্দ্রীক স্বেচ্ছাচারী ব্যবস্থার উপর ছেড়ে দেয়া যাবে না করোনা মহামারী তা আরো একবার প্রমাণ করেছে। তিনি স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ববিহীন নিছক আমলানির্ভর রাজনৈতিক-শাসনতান্ত্রিক ব্যবস্থা দিয়েও মহামারী দুর্যোগকে কার্যকরিভাবে মোকাবেলা করা যাবে না। তিনি জাতীয় দুর্যোগকে সম্মিলিত জাতীয় উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নানাস্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এই সময় তিনি আগামী ১৭ আগস্ট পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যেও পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জোনায়েত হোসেন প্রমুখ।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান