শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া দৌলতপুরে এমপির ভাইকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া দৌলতপুরে এমপির ভাইকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য (এমপি) এ্যাড. আ. কা.ম সারওয়ার জাহান বাদশার ফুফাতো ভাইকে নিজ বাড়ির সামনে হাসিনুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক দুর্বৃত্ত। নিহত হাসিনুর রহমান ।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের হাতে জব্বার নামে আরেক ব্যক্তি আহত হন।
নিহতের স্বজনেরা জানান, হাসিনুর রহমান রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এমপি বাদশার অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম দেখভাল করতেন হাসিনুর। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্ত তার ওপর আচমকা হামলা চালায়।
হামলাকারী হাসিনুরকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে হামলাকারী পালিয়ে যান। হামলাকারীর আঘাতে মোটরসাইকেলের চালক জব্বার আলী আহত হন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশিকান্ত জানান, ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই হামলাকারী মজিবর রয়াতিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যার আসল কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।
এদিকে, হাসিনুর রহমানের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ভিড় জমান । এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান।





চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার
ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো