বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গুনীজন » শ্রমিক নেতা শাহ আতিউল ইসলামের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
শ্রমিক নেতা শাহ আতিউল ইসলামের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রখ্যাত শ্রমিকনেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন-টাফ এর সভাপতি শাহ আতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষ তাদের আদর্শবাদী এক লড়াকু নেতা ও একান্ত আপনজনকে হারিয়েছে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায়ও আক্রান্ত হয়েছিলেন।
বিবৃতিতে তিনি বলেন, সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ষাট দশকেই তিনি খুলনা- দৌলতপুর-খালিশপুরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হন এবং পরবর্তী কয়েক দশক সংগ্রামী ধারায় শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। তিনি তার সমগ্র জীবনটাই জনগণের মুক্তি সংগ্রামে উৎসর্গ করেন। এরকম আত্মনিবেদিত, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল নেতা শ্রমিক আন্দোলনে এখন খুব বেশী নেই। বরাবরই তিনি শ্রমিক আন্দোলনে সুবিধাবাদী ধারার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনে সংগ্রামী ধারার গুরুত্বপূর্ণ প্রবক্তা হয়ে উঠেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরী হোল তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি শাহ আতিউল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু