শিরোনাম:
●   রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন ●   ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ ●   বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ●   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্টিত ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ উদ্ধার ●   কাপ্তাইয়ে ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রম ●   নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান ●   র‌্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২ ●   রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন যাত্রা ●   ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ●   চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি ●   কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন ●   জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার-৩ ●   রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১৩ তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের স্মারকলিপি পেশ। ●   রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার ●   ট্রাক-বাস টার্মিনালে অবৈধ দখল, সড়কে বাড়ছে দুর্ঘটনা ●   শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান ●   পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ ●   রাঙামাটিতে কলেজ গেইট এলাকায় সড়কের ধারে ময়লার ভাগাড় ●   ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ভন্ডল হলে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হবে ●   রাবিপ্রবি’তে ‘অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা ●   আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু ●   কাউখালীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ●   সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি ●   কাপ্তাইয়ে ভি ডব্লিউ বি কার্ড ধারীদের চাল বিতরণ ●   রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
রাঙামাটি, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ধলেশ্বরীতে ট্রলার ডুবি: ছেলেকে বাঁচাতে বাবা’র মৃত্যু
প্রথম পাতা » জাতীয় » ধলেশ্বরীতে ট্রলার ডুবি: ছেলেকে বাঁচাতে বাবা’র মৃত্যু
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধলেশ্বরীতে ট্রলার ডুবি: ছেলেকে বাঁচাতে বাবা’র মৃত্যু

---
তাড়াশ প্রতিনিধি :: (২৭ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৯ মিঃ) আব্বা আর চাচা ট্রলার থ্যাইহ্যা ধ্যাক্কা দিয়া নামাইয়া দিয়া কলো- তুই হাতরাইয়া (সাঁতার কেটে) যাইয়া কিছু একটা ধর৷ আমরা আইসত্যাছি৷ আমি হাতার পাইরা একটা বালুর বলগেট যাইয়্যা উইঠলাম৷ আব্বা-আর চাচার জন্য বসি রইল্যাম, আর তারা ফিইরা আইলো না৷ বিহ্যাল বেলা নদী থ্যাইহা তাগো লাশ আইনলো ডুবুরিরা৷ আমি আমার আব্বা-চাচাক ফিইরা পাইল্যাম না৷

ভাঙ্গা গলায় কাঁদতে কাঁদতে এসব কথা বলছিল নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া মাটিবাহী ট্রলারের যাত্রী এবং নিহত নেজাব আলীর ষোল বছর বয়সী ছেলে কবির হোসেন৷

পাশে বসেই ছেলের শোকে বিলাপ করছিলেন দু’সন্তানের মৃতদেহ কাঁধে নেওয়া নেজাব আলী ও সুজাব আলীর বাবা মন্তাজ আলী৷ তিনি বলছিলেন, ‘আল্লাহ আমি কি পাপ হরছিলাম-তুমি আমার দুই মানিক একসাথে কাইড়ি নিয়্যা গ্যালা৷ বার বার মুর্ছা যাচ্ছিলেন নেজাব আলী-সুজাব আলীর মা মেহেরুন বেগম৷ কথা বলতে গেলেই তিনি অজ্ঞান হয়ে যান৷ শান্তনা দেয়ার ভাষা নেই প্রতিবেশীদের৷

দু’ভাইকে এক সঙ্গে হারিয়ে বড় বোন মর্জিনা, ছোট বোন রোজিনা ও রুবিয়ার কান্নাও কেউ থামাতে পারছিল না৷ হৃদয় বিদারক এসব দৃশ্য দেখে প্রতিবেশীসহ আশ-পাশের গ্রাম থেকে দেখতে আসা নারী-পুরুষ তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি৷

একই ট্রলারে কাজ করে বেঁচে ফিরে আসা ভগ্নিপতি শফিকুল ইসলাম, দুর্ঘটনার বর্ণনা দিতে পারছিলেন না৷ বুক চাপড়িয়ে তিনি বলছিলেন, আল্লাহ আমগোরে উপর ক্যামুন গজব দিলরে..৷ শোকে পাথর হয়ে গেছেন নেজাব আলীর স্ত্রী কদবানু খাতুন ও সুজাবের স্ত্রী আনজিয়া বেগম৷

২৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত চলন বিলাঞ্চলের গ্রাম গারেশ্বরে নিহত ওই শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে দেখা যায় শোকের মাতম৷

২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে নারয়ানগঞ্জ আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবিতে ৬ শ্রমিক মারা যান৷ এদের মধে চারজনের বাড়ি উপজেলার গারেশ্বর গ্রামে এবং তারা একই পরিবারের সদস্য৷ এরা হলেন, মন্তাজ আলীর ছেলে নেজাব আলী (৩৮) ও সুজাব আলী (৩২), তাদের মামাতো ভাই আজিজল হকের ছেলে শাহীন (২৮) এবং খালাতো ভাই শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১৮)৷

ওই ঘটনায় নিহত অপর দু’জন হলেন, একই উপজেলার বানিয়াকৈড় গ্রামের সিদ্দিকের ছেলে সুজন (৩০) এবং ফাজিলনগর গ্রামের চয়েনদির ছেলে আবু তালেব (৩০)৷ বৃহস্পতিবার সকালে গারেশ্বর গ্রামে এক পরিবারের ৪টি মৃতদেহ আনার পর থেকেই স্বজন ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল নেমে যায়৷

নেজাব আলীদের বাড়ির পাশেই নিহত শরীফুল ইসলামের বাড়ি৷ একমাত্র ছেলের খাটিয়ার কাছ থেকে বাবা শহীদুলকে কেউ সরাতে পারছিল না৷ ছেলের মুখের দিকে তাকিয়েই মুর্ছা যান তিনি৷ তারপরও খাটিয়ার পাশে বসেই কাঁদছেন অঝোর নয়নে৷ একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় শরীফুলের মা সালেকা খাতুন৷

শরীফুলের বাড়ির ৫০ গজ দুরে অপর নিহত শাহীনের বাড়ি৷ তিনিও বাবা-মার একটি মাত্র ছেলে৷ একই অবস্থা ছিল ওই পরিবারেও৷
ট্রলার থেকে বেঁচে ফিরে আসা প্রত্যক্ষদর্শী রবিউল করিম জানান, ট্রলারটির উপরে ছিলাম৷ আর ১৫মিনিট এলে আমাদের ট্রলারটি ইটভাটার কাছে এসে পড়ে৷ হঠাত্‍ আকাশে মেঘ জমলো৷ তারপর বৃষ্টি৷ এরই মধ্যে জাহাজের মত বালু বোঝাই বড় একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারটিকে তলিয়ে দিয়ে চলে গেল৷ আমি লাফিয়ে ট্রলার থেকে নেমে কিছু একটা ধরার চেষ্টা করলাম৷ ইতিমধ্যে আরেকটি বালুর বাল্কহেড এসে আমাদের তুলে নিয়ে চলে গেল৷

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অবহেলিত ও অনুন্নত এ এলাকার হতদরিদ্র মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে মাটি কাটার কাজ করতে যান৷ মাসের পর মাস রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে তারা ট্রলারে মাটি ভরাট করে বিভিন্ন ইটভাটায় ওইসব মাটি সরবরাহ করেন৷ এতে তারা পারিশ্রমিক হিসেবে দিন ৪শ’ থেকে ৪৫০ টাকা করে পান৷ ইতিপূর্বে ট্রলারে কাজ করতে গিয়ে অনেকেই নিখোঁজ হয়েছে৷ ২০১৪ সালে পাবনা জেলার চাটমোহর উপজেলার সমাজ গ্রামের ১৬জন শ্রমিক ট্রলারডুবিতে মারা যান৷ এলাকায় কাজ না থাকায় একটি দালাল চক্রের প্রলোভনে পরে এসব মানুষ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাটিকাটা শ্রমিকের কাজ করে আসছেন৷

ব্যবসায়ী শামীম রেজা জানান, গারেশ্বর গ্রামের রোনা ফকিরের ছেলে দালাল হেলাল উদ্দিন, জহুরুল ইসলাম, ফরজ আলী, পার্শবর্তী ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামের দালাল কালু, সাইফুল, হামিদুল, আব্দুল করিম, আলীসহ অনেকেই এসব শ্রমিকদের টাকার লোভ দেখিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে৷

উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, একই পরিবারের ৪ জনের মৃত্যুতে এ গ্রামের মানুষ শোকাহত হয়ে পড়েছে৷ এ মৌসুমে কোনো কাজ না থাকায় হতদরিদ্র এসব মানুষকে ঝুঁকিপূর্ণ হলেও ট্রলারে কাজ করতে যায়৷ নিহত ৪জনের প্রত্যেকেই ভূমিহীন দিনমজুর৷ এসব পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা মারা যাওয়ায় পরিবারগুলো অসহায় অবস্থার মধ্য পড়লো৷

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার বলেন, ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে৷ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এসব পরিবারের জন্য সহযোগীতার ব্যবস্থা করা হবে৷ কাজ না থাকায় ঝুঁকিপূর্ণ কাজে যাবার বিষয়ে তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে এ এলাকায় জনসচেতনতামূলক সভা করে মানুষকে ওইসব কাজে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হবে৷





জাতীয় এর আরও খবর

প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা
জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)