রবিবার ● ১৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মারমা গৃহবধুকে কুপিয়ে জখম
রাজস্থলীতে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মারমা গৃহবধুকে কুপিয়ে জখম
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মারমা এক গৃহ বধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটেছে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা আগা পাড়ায়।
আজ ১৮ এপ্রিল রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন স্থানীয় বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা । ইউপি চেয়ারম্যান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকার স্থানীয় যুবক থুইমং মারমা গৃহ বধুকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে গৃহ বধুর আত্মচিৎকার করলে ধর্ষন কারি গৃহ বধুর হাতে থাকা মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মাথা, গলা, হাতে পায়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। অভিযুক্ত থুইমং মারমা একই এলাকার রেগ্গা মারমার ছেলে। সে একজন বিবাহিত যুবক।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গৃহবধুর পরিবারের পক্ষ হতে অভিযুক্ত থুইমং মারমা (লহই) কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন