রবিবার ● ৪ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানবতার ফেরিওয়ালা এসআই জহিরের উদ্দ্যেগে প্যারালাইসিস রোগী পেল হুইল চেয়ার
মানবতার ফেরিওয়ালা এসআই জহিরের উদ্দ্যেগে প্যারালাইসিস রোগী পেল হুইল চেয়ার
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা যোগদানের পর থেকেই মানবতার ফেরিওয়ালা এসআই জহির বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। তিনি খুঁজে খুঁজে কখনো নিম্ন আয়ের মানুষ, পথচারী, ছিন্নমূল হতদরিদ্র ও এতিমদের মাঝে ইফতার, ত্রান সামগ্রী বিতরন কখনো প্রতিবন্ধীদের মাঝে দিচ্ছেন হুইল চেয়ার।
রাঙামাটির পৌরসভার ১ নং ওয়ার্ড ইসলামপুর প্রায়ই ৫বছর যাবৎপপ্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকা আব্দুল কাদের (৬০) কে হুইল চেয়ার প্রদান করেন। গত ২০১৯ সালের ১৯ অক্টোবর তারিখে রাঙামাটিতে যোগদান করার পর প্রতিনিয়ত কোন না কোন মানবিক কাজ করেই যাচ্ছেন। তিনি মূলত সমাজে চিন্নমূল হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী, অসহায় মানুষ খুঁজে খুঁজে কাউকে হুইল চেয়ার, কাউকে নগদ অর্থ, শীতবস্ত্র, ত্রান সামগ্রীসহ বিভিন্নভাবে সমাজের অস্বচ্ছল অসহায় মানুষদের সহযোগীতা করে যাচ্ছেন।
এসআই জহির করোনাকালীন তার ব্যক্তিগত হজ্জের জমানো টাকা তুলে করোনা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন। রাঙামাটিতে করোনা পজেটিভ রোগীদের খাদ্য, ঔষুধ প্রদান করেছেন। রাঙামাটিতে তার উল্লেখ যোগ্য মানবিক কাজ গুলোর মধ্যে বন্ধুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী জয়কুমারী চাকমা (৪০) এবং রাঙামাটি পৌরসভার চম্পকনগর এলাকার আব্দুল জলিলের কলোনীতে থাকা শারীরিক প্রতিবন্ধী মো. কামাল হোসেন প্রকাশ রাজা মিয়া (১৪), ভেদভেদী মুসলিম পাড়ার দূর্ঘটনায় মেরুদন্ড ভেঙ্গে যাওয়া রোগী নয়ন (৩৫), পশ্চিম ভেদভেদী শারীরিক প্রতিবন্ধী আঃ শুক্কুর(২০), পুরানবস্তির দূর্ঘটনায় পা হারানো সেলিম (৪৮), আঞ্জুমুল (৩৩), তবলছড়ি কর্মচারী কলোনীর সিএনজি চালক হেলাল (৪৫) এদেরকে হুইল চেয়ারের ব্যবস্থাসহ আর্থিক সহযোগীতা করেছেন।
মানবতার ফেরিওয়ালা এসআই জহির গতবছর করোনায় লক ডাউনে কাপ্তাই লেকে ক্ষতিগ্রস্থ জেলেদের ত্রান, রিজার্ভমুখ অগ্নিকান্ডে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রান এছাড়া চম্পকনগর শারীরিক প্রতিবন্ধী তানিয়াকে আর্থিক ও ত্রান সহায়তা, ভেদভেদী মুসলিমপাড়া ক্যান্সার আক্রান্ত রোগী মরিয়মের একমাত্র মেয়ে আছমার লেখাপড়ার সহায়তাসহ অসংখ্য মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
লক ডাউনের মাঝে তিনি রমজানের শুরুতে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ইফতার ও ত্রান সামগ্রী পোঁছে দিচ্ছেন। তার এই কাজে বড় একটি আর্থিক সার্পোট দিচ্ছেন কানাডা প্রবাসি নাসির কাশেম, চেয়ারম্যান, মানুষ ফাউন্ডেশন।
এছাড়া তিনি তার পূর্ববর্তী কর্মস্থল লক্ষীপুর রামগঞ্জ থানায় একাধিক শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষদের ভাগ্য উন্নয়নে ব্যাপক মানবিক কাজ করে প্রশংসিত হয়েছেন।
রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে নিয়োজিত ডিএসবির এসআই জহির জানান পুলিশ জনগনের সবচেয়ে কাছে কাজ করার সুযোগ পাই এবং চাইলে জনগনের সত্যিকারের বন্ধু হতে পারে। সেই লক্ষে তিনি চাকুরীর পাশাপাশি মানবিক কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল ও দেশের জন্যে মানবিক। কাজে ভূমিকা রাখতে চান। তিনি তার এই মানবিক কার্যক্রমে সবসময় রাঙামাটির পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ সিনিয়র অফিসারদের সহযোগীতা পেয়ে থাকেন বলে জানান।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন