বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে অপহৃত কিশোরী ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার
ঘোড়াঘাটে অপহৃত কিশোরী ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পাচারের উদ্দেশ্যে নবম শ্রেণির এক অপহৃত কিশোরীকে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মানব পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে তাদেরকে আটক করে ঘোড়াঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া দূর্গাপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আল-আমিন (২৬)।
পুলিশ জানায়, পাচারকারী দলের সদস্য রোখসানা আক্তার ঘোড়াঘাটে বিরাহীমপুর এলাকায় মামার বাড়িতে যাওয়ার সুবাদে ওই কিশোরীর সাথে সম্পর্কে গড়ে তুলে ফুসলিয়ে পাচার করার জন্য ঢাকায় নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ কিশোরীকে উদ্ধার করে সংঘবদ্ধ মানব পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুইজনকে আটক করা হয়।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব জানান, গত ১৬ আগস্ট কিশোরীর চাচা ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে পাচার করা হয়েছে এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করলে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার আশুলিয়া নামক এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারী দলের দুইজনকে আটক করে তাদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার ১৯ আগস্ট তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক রোখসানা আক্তার সঙ্ঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদে অনেক কিছু তথ্য পেয়েছি, যা খতিয়ে দেখা হচ্ছে। যে কেউই এদের সাথে জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪