বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
আত্রাইয়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
 নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং পরে তা পুরিয়ে ছাই করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আহসানগঞ্জ হাটে মৎস আইন বাস্তবায়নে অভিযান চালানো হয়।
অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জালগুলো সরকার নিষিদ্ধ হওয়ায় জন সম্মুখে পুরিয়ে ছাই করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। সেইসাথে মাস্ক না পড়ার দায়ে ছয়জন পথচারিকে জরিমানা করেন তিনি। এসময় উপজেলা মৎস অফিসার পলাশ চন্দ্র দেবনাথ ও আত্রাই থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পানি নেমে আসায় নদী-নালা খাল-বিলে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির সুবাদে উপজেলার হাট-বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। গ্রাম গঞ্জের মানুষ ওই জাল ক্রয় করে তাদের মাঠের পানিতে মাছ ধরতে শুরু করেন। জালগুলো অত্যাধুনিক হওয়ায় ছোট-বড় সকল জাতের মাছ ধরা পরায় পরবর্তীতে মাছের সংকট দেখা দেয়। যার দরুন সরকার মৎস আইনে কারেন্ট জালগুলো অবৈধ ঘোষণা করেন।
উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক তো সড়ক নয় যেন মিনি পুকুর
আত্রাই :: এ যেন সড়কের মধ্যে মিনি পুকুর। সামান্য বৃষ্টি হলেই এখানে জমে যায় হাটু পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। নওগাঁর আত্রাই উপজেলা পরিষদের একেবারে নিকটেই দীর্ঘদিন থেকে সড়কের এ বেহাল দশা হয়ে থাকলেও যেন দেখার কেউ নেই।
আত্রাই-সিংড়া পাকা সড়কের সাহেবগঞ্জ নামক স্থানে পানি নিস্কাশনের প্রয়োজনীয় কোন ব্যবস্থা না থাকায় সড়কের এ স্থানটি মিনি পুকুরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি ও ড্রেনের বাসা বাড়ির পানিতে একাকার হয়ে যায় এ স্থানটি। অল্পতেই পানি দুর্গন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকরা দীর্ঘদিন থেকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশু পথচারীরা পরেন চরম বিপাকে। আত্রাই-সিংড়া সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। আত্রাই হতে সিংড়া হয়ে বগুড়া ও নাটোরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত সিএনজি, ভটভটি, অটোরিক্সা, ছোট বড় অনেক কার্গো, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকারের শত শত যানবাহন চলাচল করে। এ ছাড়াও উপজেলার পাঁচুপুর ও বিশা ইউনিয়নের সড়ক সংলগ্ন  প্রায় অর্ধশত গ্রামের লোকজনের যোগাযোগের একমাত্র নির্ভর এ সড়ক।
এ সড়কে অটোগাড়ি চালক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে এ সড়কের এ স্থানটির বেহাল অবস্থা হয়ে থাকলেও এর কোন সংস্কার না করায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে গাড়ি পারাপার করতে হয়।
পথচারী সাহেবগঞ্জ গ্রামের তাজরিন নামের এক মহিলা বলেন, বৃষ্টি হলেই এ জায়গাতে পানি জমে যায়। মেয়ে মানুষ হিসেবে আমরা এখানে পারাপার হতে খুবই বিড়ম্বনার শিকার হই। অনেক সময় আমাদের পরিধেয় বস্ত্র নোংড়া পানিতে নষ্ট হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, সেখানে পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সাহেবগঞ্জ মরহুম গোলামের বাড়ি হতে পাথাইলঝাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা করলে এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘব হবে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং বলেন, এখানে যাতে পানি জমে না থাকে এর জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে আর দুর্ভোগ থাকবে না।

      
      
      



    ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি    
    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার    
    মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২    
    আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ    
    নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং    
    লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ    
    মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪