বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়
নাইক্ষ্যংছড়ি সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান, সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনী ও বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে বান্দরবান রিজিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি জোন এর ছাগলখাইয়া ক্যাম্প হতে সন্দেহভাজন সশস্ত্র সন্ত্রাসী দলকে নির্মুল করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ, এসপিপি এর নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির ৮টি টহল দলের সমন্বয়ে উপজেলার চাক পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রুপের সাথে গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসী গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনার পর ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্নেল শাহ্ আবদুল আজীজ আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি দূর্গম সীমান্তের চাক পাড়া এলাকায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জেএসএস সন্ত্রাসী গ্রুপের সাথে আমাদের গুলি বিনিময় হয়। প্রায় দেড় ঘন্টা গোলাগুলির পর এক পর্যায়ে পিসিজেএসএস (মুল) সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
সামাজিক যোগাযোগ মাধমে জানাযায়, এঘটনায় সর্বশেষ খবর অনুযায়ী নিরাপত্তাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়। এদের মধ্যে বিজিবির এক সদস্য হেলিকাপটার তুলার সময় নিহত হয়। আরো দুইজন আহত সেনাবাহিনী চট্টগ্রামের সিএমএইস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আর বাকি দুইজন আশঙ্কামুক্ত। বিজিবি’র ১ সদস্য মারা গেছে বলে স্থানীয়রা জানান।





রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী