শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » গণসংগ্রামের ধারায় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য পার্টি সদস্যদের প্রতি সাইফুল হকের উদাত্ত আহ্বান
গণসংগ্রামের ধারায় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য পার্টি সদস্যদের প্রতি সাইফুল হকের উদাত্ত আহ্বান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আদর্শ আর নীতিনিষ্ঠ রাজনীতির দুর্বলতার কারণে দেশে ‘হর্স ট্রেডিং’ (ঘোড়া কেনা বেচা) এর রাজনীতি শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে কেনা-বেচা তত বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হীনমন্যতা ও গণবিরোধী পদক্ষেপের কারণে সরকার নানাভাবে নীতিহীন-সুবিধাবাদী এই রাজনীতিকে মদদ জুগিয়ে আসছে। নানাধরনের চাপ, হুমকি ও প্রলোভনও যোগানো হচ্ছে। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন দুর্বল থাকলে বেচা কেনার এই অপরাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের রামরাজত্বের যুগে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ, নীতিনিষ্ঠ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতি এগিয়ে নেয়া কঠিন ও ঝুঁকিপূর্ণ। তিনি এই প্রতিকুল বৈরী অবস্থাকে মোকাবেলা করেই শ্রেণী ও গণসংগ্রামের ধারায় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য পার্টি সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতরাতে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে সমাপ্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সমাপ্তি অধিবেশনে সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সদস্য সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, ফিরোজ আহমেদ, নির্মল বড়ুয়া মিলন, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, জুই চাকমা, আবদুল ওয়াহেদ বকুল, অরবিন্দু বেপারী বিন্দু, শহীদুল আলম নান্নু, শাহীন আহমেদ, সজীব সরকার রতন, জসীম উদ্দিন রাড়ী প্রমুখ।
সদস্য সম্মেলনে আগামী ৩-৫ ডিসেম্বর ২০২১ পার্টির সাংগঠনিক প্লেনাম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই