বুধবার ● ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে ট্রাক-লেগুনার সংঘর্ষে স্পিনিং মিলের ২ শ্রমিক নিহত,আহত-১২
ত্রিশালে ট্রাক-লেগুনার সংঘর্ষে স্পিনিং মিলের ২ শ্রমিক নিহত,আহত-১২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে ঢাকাগামী ট্রাক ও একটি লেগুনার সংঘর্ষে ট্রাক চাপায় মুলতাজিম স্পিনিং মিলের গার্মেন্টস শ্রমিক রিমা (২০) ও সাব্বির (২৬) নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার ২০ অক্টোবর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের আমিরাবাড়ি এলাকার নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে ইউটার্ন নেয়ার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের আমিরাবাড়ি এলাকার নিগার জামান ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে ইউটার্ন নেয়ার সময় গার্মেন্টস শ্রমিকবাহী লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ১২ জন গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে গার্মেন্টস শ্রমিক ভালুকা উপজেলার রান্দিয়ার এলাকার আলাউদ্দিনের মেয়ে রিমা (২০) ও নবী হোসেনের ছেলে সাব্বির (২৬)কে মৃত ঘোষণা করেন।
নিহত দু’জনই ভালুকার মুলতাজিম স্পিনিং মিলে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানাযায়। এঘটনার পর কিছুক্ষণ সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শেষ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দূর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। লেগুনাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।ধারণা করা হচ্ছে,সকালে গার্মেন্টসে যাওয়ার পথে বা নাইট শিফ্ট শেষে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী