রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » পরবাস » রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দের সঙ্গে এমপি হাবিবের মত বিনিময়
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দের সঙ্গে এমপি হাবিবের মত বিনিময়
লন্ডন :: রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নেতৃবৃন্দ সিলেট ৩ আসনের (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও ওসমানী নগর) এমপি জনাব হাবিবুর রহমান হাবিব এর সঙ্গে গত শুক্রবার রাতে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
হাবিবুর রহমান হাবিব গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে (কপ ২৬) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে অংশ গ্রহণ শেষে শুক্রবার রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন।
সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বৈঠকে উপস্থিত আরসিটি সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দ্রুত অগ্রসর হচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ দেশের মর্যাদা লাভ করবে।
হাবিবুর রহমান হাবিব সময়ের অভাবে তার সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতে তিনি অবশ্যই সময় নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
হাবিবুর রহমান হাবিবকে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
উল্লেখ্য যে, হাবিবুর রহমান হাবিব রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের নির্বাহী কমিটির একজন সিনিয়র সদস্য। পরে হাবিব একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নিউবেরি পার্ক মসজিদের ইমাম মোহাম্মদ মিকদাদ দোয়া মাহফিল পরিচালনা করেন।
আরসিটির এই সৌজন্য সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং চার্চ ফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফানু মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার উদ্দিন, আফসার হোসেন এনাম, শাহীন চৌধুরী, মারুফ, মোহাম্মদ আবু, জামাল, আহমেদ নেসার ও আবুল কালাম প্রমূখ।





রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য
বৃটেনের বিশিষ্ট রাজনীতিবিদ অহিদ উদ্দিন স্বদেশে সংক্ষিপ্ত সফর