রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা
মিরসরাইয়ে গৃহবধূর আত্মহত্যা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সোনিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল ৬ অক্টোবর শনিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নং ওসমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আজমপুর মরগাং এলাকার জহুরুল হক সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
সে ঐ বাড়ির জহুরুল হকের মেয়ে এবং ৭নং কাটাছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাচ্ছাপুকুর গ্রামের মতিন ডাক্তার বাড়ির শাহ রেজওয়ান রবিনের স্ত্রী।
নিহত গৃহবধূ সোনিয়া আক্তার এর পিতা জহুরুল হক বলেন, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর রবিনের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের ৩ দিন পরেই সোনিয়াকে তার শ্বশুর বাড়ির লোকজন চট্টগ্রাম শহরে তার ননদের বাসায় নিয়ে যায়। সেখান থেকে ২০ দিন পরে বাড়িতে নিয়ে আসে। গত মঙ্গলবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তার স্বামী রবিন মরগাং বাবার বাড়িতে রেখে সাথে সাথে চলে যায়। আমাদের বাড়িতে আসার পর থেকে সোনিয়া বিষন্নতা, মানষিকভাবে বিপর্যস্ত ছিল এবং আনমনা হয়ে থাকতো আর বলতো আমাকে ওরা বাঁচতে দিবেনা বলে প্রায় প্রলাপ করতো। শনিবার সকালে আমি দোকানে আসার পর সাড়ে নয়টার দিকে সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আজ রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে, তবে সোনিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে বলা যাচ্ছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত