শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষি জমি ভরাট করা হচ্ছে
রাউজানে কৃষি জমি ভরাট করা হচ্ছে
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিভিন্ন এলাকায় কৃষি জমি ভরাট করে আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মান করা হয়েছে। জমি ভরাটের কারণে দিন দিন কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। রাউজানের সাংসদ সদস্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিকে বার বার নিদের্শনা দিয়েছেন কেউ কৃষি জমি ভরাট করলে কঠোর ব্যবস্থা নেওয়ার। কিন্তু সাংসদের নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাক্তিকে অর্থের মাধ্যমে ম্যানেজ করে কৃষি জমি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। সরজমিনে পরিদর্শকালে দেখা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সুলতানপুর সামনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবণ। নির্মাণাধীন ভবনের পাশে থাকা একটি জমি ভরাট করছেন সমীর চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি। স্থানীয়রা জানান, রাতের আধাঁরে জমিটি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট করা হয়। ভরাটের দৃশ্য প্রশাসন ও স্থানীয়দের দৃষ্টিগোচর না হওয়ার জন্য সড়ক পাশে দেওয়া হয়েছে পলিথিনের ভেড়া। সরকারী নিদের্শনা ও স্থানীয় সাংসদের নিদের্শনা অমান্য করে কি ভাবে ভরাট কাজ শুরু করেছে জানতে চাইলে সমীর চৌধুরী জানান, নির্বাচনে দলীয় লোকজন আমাদের বাড়িতে বসে সব কাজ সম্পন্ন করেন। তাই কিছু দোকান ঘর করার জন্য জমির কিছু অংশ ভরাট শুরু করেছি। আপনারা ছবি তোলার কারণে স্থানীয় কাউন্সিলর ভরাট কাজ বন্ধ রাখতে বলেছেন।
এ প্রসঙ্গে স্থানীয় পৌর কাউন্সিলর জানে আলম জনি জানান, মেয়র আমাকে ফোন করে বিষয়টি জানালে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করতে পারবেনা। কেউ মাটি ভরাট করে পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত