শনিবার ● ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ঝর্ণার পানিতে তলিয়ে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ রয়েছে আরো ২
বান্দরবানে ঝর্ণার পানিতে তলিয়ে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ রয়েছে আরো ২
বান্দরবান প্রতিনিধি : ২৪ ডিসেম্বর ২০২১ :: বান্দরবানে পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই পর্যটক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাদুড়া ঝর্ণায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানিয়রা জানায়, নারায়ণগঞ্জ থেকে ১০জন পর্যটক গত ২২ ডিসেম্বর সকালে বান্দরবান ভ্রমণে আসে। পরে শুক্রবার দুপরে তারা সবাই বাদুড়া ঝর্ণায় গোসল করতে গেলে দুপুর ৩ টার দিকে পানির ¯্রােতে ২ জন নিখোঁজ হয়ে যায়। এসময় ঘটনাস্থলে পানিতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পানিতে তলিয়ে এখনো নিখোঁজ রয়েছে আহনাফ আকিব (২২) ও মারিয়া আদনীন (১৯) নামে ২ জন শিক্ষার্থী।
এদিকে, ঘটনার পর বিকেল ৪ টায় মারিয়া ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার গুণজন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. এরহাদ হোসেন বলেন, ঝর্ণার পানিতে ডুবে একজনের পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পানিতে তলিয়ে এখনো নিখোঁজ রয়েছে আরো ২জন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে।





মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী