রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিণাকুন্ডুতে নৌকা প্রার্থী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে হারালেন জামানত
হরিণাকুন্ডুতে নৌকা প্রার্থী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে হারালেন জামানত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফসলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে ১টি করে ভোট পেয়েছেন তিনি। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর উল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বজলুর রহমান ৪ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট। ওই ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ৮৪৪টি। যার মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৪২টি। পরাজিত প্রার্থী নিমাই চাঁদ ম-ল বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর আমি আশা করেছিলাম ভোটে জিতব; কিন্তু এমন কেন হলো তা বলতে পারছি না। মূলত এখানে আওয়ামী লীগের দুইটা পক্ষ হয়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে। এদিকে হরিণাকু-ু উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন দুইজন। স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জোড়াদহ ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন দুজন। উপজেলার ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র ছিল ৮২টি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৪১০। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২১১ জন ও মহিলা ভোটার ছিলেন ৬৯ হাজার ১৯৯ জন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ