সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মাতামুহুরী রিজার্ভে অবৈধ বালি, পাথর উত্তোলন বন্ধে মানববন্ধন
মাতামুহুরী রিজার্ভে অবৈধ বালি, পাথর উত্তোলন বন্ধে মানববন্ধন
হাসান মাহমুদ, আলীকদম প্রতিনিধি :: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আজ ১৪ ফেব্রুয়ারী আলীকদম উপজেলা চত্বরে মাতামুহুরী রিজার্ভে অবৈধ বালি, পাথর উত্তোলন ও ইটভাটায় ইট পোড়ানোর কাজে বনের কাঠ কাটা বন্ধের দাবিতে র্যালী উত্তর মানববন্ধন অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন আলীকদম উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী উত্তর মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে র মাতামুহুরী রিজার্ভে অবৈধ বালি, পাথর উত্তোলন ও ইটভাটায় ইট পোড়ানোর কাজে বনের কাঠ কাটা বন্ধের দাবিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান।
মানববন্ধনে অতিথিরা বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবত আলীকদম পোয়ামুহুরী নির্মানাধিন সড়ক নির্মান কাজের ব্যবহারের অজুহাতে মাতামুহুরী রিজার্ভ থেকে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে এবং আলীকদম উপজেলায় অবস্থিত তিনটি ইট ভাটায় ইট পোড়ানোর জন্য আলীকদম থানচি সড়ক এলাকা থেকে লক্ষ লক্ষ টন কাঠ কেটে বিভিন্ন ইট ভাটায় ইট প্রস্তুত করা হচ্ছে। এতে দিন দিন জীব বৈচিত্র ধংস হচ্ছে, পাহাড়গুলো বৃক্ষশুন্য হয়ে পড়ছে। এছাড়াও পাহাড়ি ঝিরি ও খাল থেকে পানির উৎস্য নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং অনতিবিলম্বে মাতামুহুরী রিজার্ভের অবৈধ বালু, পাথর উত্তোলন বন্ধ করতে হবে। আলীকদম থানচি সড়ক এলাকা থেকে অবৈধ কাঠ কাটা বন্ধ করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম জলাধার নির্মাণ করতে হবে। ইটভাটার কালো ধোঁয়া বন্ধে কাঠ দিয়ে ইট উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে। নদীর খনন কাজ শুরু করতে হবে এবং পাহাড় কাটা বন্ধ করতে হবে।
র্যালী উত্তর মানববন্ধনে সবুজ আন্দোলনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন