সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মানববন্ধন ও সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন অবিলম্বে প্রণয়ন করতে হবে
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন অবিলম্বে প্রণয়ন করতে হবে

ঢাকা প্রতিনিধি :: (২১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ) বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০১৬ উপলক্ষে আজ ২১ মার্চ সোমবার অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা আইন কমিশন সুপারিশকৃত ‘বৈষম্য বিলোপ আইন’ অবিলম্বে প্রণয়নের দাবি জানিয়েছেন৷
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য মানববন্ধনে বিডিইআরএম সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু বলেন স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে সংবিধান পেযেছি সেখানে সকল মানুষের সমান অধিকারের কথা উল্লেখ আছে কিন্তু বাস্তবে সকল নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাচ্ছে না৷ এখনও লাখ লাখ দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে বৈষম্যের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলন করে যেতে হচ্ছে। আজ শত শত দলিত ভাইবোনেরা তাদের অধিকার আদায়ে যে আন্দোলন করছেন তাদের সেই অধিকার রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে৷ সরকারি চাকরিতে দলিতদের জন্য কোটা বরাদ্দ দিতে হবে৷ জাতীয় গণশুমারীতে প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে দলিতদের অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি দাবি জানান৷ স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত সকল স্তরে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং সরকারি উন্নয়ন ও নীতি গ্রহণে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে৷ দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার লক্ষে আইন কমিশন প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে৷ সরকারের কাছে প্রস্তাবিত আইনটি দ্রুত প্রণয়নের জন্য জোর দাবি জানান৷ সমাবেশে আরো বক্তব্য রাখেন দলিত নেতা সজীব কুমার রায় ও মোহন রবিদাস প্রমুখ৷
এ মানববন্ধনে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শতাধীক নেতা কর্মী উপস্থিত ছিলেন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা