মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ৪৪ বছরেও বাঘইলের বদ্ধভুমিতে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়নি
৪৪ বছরেও বাঘইলের বদ্ধভুমিতে স্মৃতি সৌধ নির্মাণ করা হয়নি

ঈশ্বরদী প্রতিনিধি :: আগামিকাল ৩০ মার্চ (বুধবার) ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়ায় কিয়ামউদ্দিন মুক্ত দিবস পালিত হবে ৷ বাঘইলের কৃতি সন্তান,মৃদুভাষি ও সমাজসেবক মরহুম কিয়ামউদ্দিনের যোগ্য ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী রবিউল ইসলামের পক্ষ থেকে নিজ বাড়িতে মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হবে ৷ প্রতি বছর এইদিনে মরহুমের বাড়িতে মিলাদ ও দোওয়া মাহফিলের আয়োজন করা হয় ৷
কিয়ামউদ্দিনের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মার্চ মাসের ৩০ তারিখ (বুধবার) বিকালে কয়েকজন রাজাকারের সহায়তায় পাকবাহিনীর একটি দল ট্রেনযোগে ঈশ্বরদী-পাকশী রুটে রওনা দেয় ৷ মাঝপথে শহীদ এলাহী বক্সে(স্বর্ণকার) বাড়ির সামনে হঠাত্ করে ট্রেনটি থামিয়ে দেয় ৷ পাকবাহিনী ও রাজাকাররা ট্রেন থেকে ঝুপঝুপ করে নেমে বাঘইল পূর্ব পাড়ায় ঢুকে পড়ে ৷ নিজ নিজ বাড়ি ও বাড়ির আসপাশ থেকে মৃত সৈয়দ আলী সরদারের বড় ছেলে শহীদ উম্মেদ আলী ওরফে বড় গেদু, হাবিবুর রহমান হাবু ও আব্দুস সাত্তার আলীসহ ৭ জনকে এলাকার সমাজ সেবক মরহুম মোহাম্মদ আলী সরদারের কৃষি জমিতে লাইনে দাঁড় করে ব্রাশ ফায়ারে হত্যা করে পাকবাহিনীর সদস্যরা ৷ একই সময় মাত্র পাঁচ ফুট দুরে রেলওয়ে পাকশী বিভাগীয় ডিসিও অফিসের উচ্চমান সহকারী ,বাঘইলের কৃতি সন্তান,মৃদুভাষি ও সমাজসেবক মরহুম কিয়ামউদ্দিনকে পাকবাহিনীর মেজর আলাদা করে দাঁড় করিয়ে স্টেনগানের ট্রিগারে চাপ দেয় ৷ কিন্তু বিধি বাম ! স্টেনগানের ট্রিগার নষ্ট হওয়ায় গুলি ফোটেনা ৷ মৃত্যু নিশ্চিত ভেবে কিয়ামউদ্দিন তখন মারাত্মক ঝুঁকি নিয়ে সর্বোচ্চ গতিতে দৌঁড় দিয়ে পালাতে গিয়ে সবুর মিস্ত্রীর বাড়ির পাঠখড়ির বেড়াতে বেধে পড়ে যান ৷ এসময় পাকবাহিনী আবারও তাকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুঁড়তে থাকে ৷ কিন্তু তার গায়ে গুলি না লাগায় সে আবারও দৌঁড়ে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পেলেও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি গত ২০০৮ সালের ৩ আগস্ট তারিখে মৃত্যু বরণ করেন ৷ এদিকে স্বাধীনতার ৪৪ বছর পার হলেও বাঘইলের ঐ বদ্ধ ভুমি চিহ্নিত করণ এবং ঐ বদ্ধভুমিতে কোন স্মৃতি সৌধ নির্মাণ না করায় কিয়ামউদ্দিনের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ এবিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে ৷





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর