সোমবার ● ২৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » মিলনের রক্তের সাথে বেঈমানী করা হয়েছে : সাইফুল হক
মিলনের রক্তের সাথে বেঈমানী করা হয়েছে : সাইফুল হক
ঢাকা :: এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের শাহাদাৎ বার্ষিকীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে মিলনের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলনের বেদিতেও পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ,পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,ঢাকা মহানগর কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর নেতা কামরুজ্জামান ফিরোজ, মোঃ রিয়েল, মীর রেজাউল আলম, আবদুল গণি খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্তরে শ্রদ্ধা নিবেদনের পর মিলন স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালীর বলেন গত ৩২ বছরেও মিলন হত্যার বিচার হয়নি; বরং মিলনের হত্যাকারীদেরকে রাজনৈতিক ও সামাজিক ভাবে পুনর্বাসন করা হয়েছে।
তিনি বলেন, গত তিন দশকে এখানকার সরকার ও শাসকশ্রেণী তাদের নীতিহীন সুবিধাবাদী রাজনৈতিক কারণে মিলনের রক্তের সাথে বেঈমানী করেছে; মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা নিষ্ঠুর ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে ; বাংলাদেশকেই এখন তারা ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, মিলন ছিলেন সাম্যবাদী, জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতীক।দেশ ও জনগণের অধিকার আদায়ে মিলন ছিলেন অকুতোভয়। জীবন দিয়ে তা তিনি প্রমাণ করেছেন।
তিনি মিলনের সংগ্রামী চেতনায় শাণিত হয়ে অধিকার ও মুক্তি অর্জনে গণসগ্রাম জোরদার করার আহবান জানান।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না