বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে জিনের বাদশা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে জিনের বাদশা গ্রেফতার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জিনের মাধ্যমে একশ বিশ কোটি টাকা এবং একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. বাবুল মিয়া ওরফে জিনের বাদশা (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শওকত আলী বাদী হয়ে থানায় প্রতারণার অভিযোগ দিলে মো. বাবুল মিয়া ওরফে জিনের বাদশাকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের মো. বাবুল মিয়া নামক এক ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ অবস্থায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামের মো. শওকত আলী নামক এক ব্যক্তিকে জিনের মাধ্যমে একশ বিশ কোটি টাকা এবং একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর টাকা এবং স্বর্ণের পুতুল দিতে তালবাহানা শুরু করলে একপর্যায়ে ভুক্তভোগী মো. শওকত আলী ১৪ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
পরে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদের নেতৃত্বে ১৫ ডিসেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে জিনের বাদশা মো. বাবুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বাবুল ওরফে জিনের বাদশা প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। পরে বাবুল মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ