বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকী বৃদ্ধি করুন
কিছু মেগা প্রকল্প বাতিল করে গ্যাস,বিদ্যুৎ ও জ্বালানিখাতে ভর্তুকী বৃদ্ধি করুন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আরও এক দফা বিদ্যুৎ এর পাইকারি ও গ্রাহক পর্যায়ে দামবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন বেপরোয়া সরকারের যথেচ্ছ ভুল সিদ্ধান্তে গণদূর্ভোগ চরম থেকে চরমে উঠেছে। আজ সরকারের নির্বাহী আদেশে ইউনিট প্রতি বিদ্যুৎ এর দাম গড়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছে।মাত্র ১৯ দিনের মাথায় আবারও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির গণদূর্ভোগ সৃষ্টিকারী এই হঠকারী পদ নেয়া হয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, লোকদেখানো গণশুনানির প্রক্রিয়াকে এড়িয়ে এখন নির্বাহী আদেশে সরকার একের পর এক বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি করে চলেছে। তিনি বলেন, বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের এসব সিদ্ধান্ত রীতিমতো শাস্তি প্রদানের নামান্তর।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি,দূর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন জনগণের উপর এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে।তিনি বলেন, সরকারের কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় তারা আমলা আর দাতা সংস্থার পরামর্শে যা খুশী তাই করে চলেছে।
তিনি অনতিবিলম্বে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারসহ যখন তখন দাম বাড়ানোর বিদ্যমান ধারা বন্ধ করার দাবি জানান।
তিনি অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে অতি আবশ্যক এসব সেবাখাতে ভর্তুকী বৃদ্ধি করে দাম বৃদ্ধির অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।