রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না : শামসুজ্জামান দুদু
এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না : শামসুজ্জামান দুদু

ঢাকা প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ১.৪০মিঃ)রবিবার ৩ এপ্রিল রোজ রবিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন- এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাবেক যুবদল নেতা নুরুর রহমান জাহাঙ্গীর, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জিনাফ’র লায়ন মিয়া মোঃ আনোয়ার, মহিলা দলের সহ সভাপতি শাহানা চৌধুরী, মহিলা নেত্রী নিলুফার ইয়াসমিন, এড. পাপড়ি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, এনডিপির প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, এনডিপির যুগ্ম মহাসচিব শামসুল আলম, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান সর্দার, সংগঠনের সহ সভাপতি নাজমুল হোসেন রনি, রাসেল খান, শরীফুল ইসলাম শরীফ, ওলিউল্লাহ অলি ও এড. আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুসলিম রাষ্ট্রের প্রথম নারী প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বর্তমান সরকার তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। তিনি বলেন, একজন বিধবা নারী আপনারা দেখেছেন কিভাবে অন্যায়ের সাথে আপোস না করে রাজপথে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। রাস্তায় আন্দোলন করতে গিয়ে টিয়ার গ্যাসের মোকাবেলা করেছে। মাসের পর মাস বন্দী থেকেছে। তার কার্যালয় থেকে বিদ্যুতের লাইন কেটে দেয়া হয়েছে। ইন্টারনেট ও টেলিফোনের লাইন কেটে দেয়া হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি বলেন, ভোটারবিহীন সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নানা ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন কিভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হল। এখানে ভোটাররা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। চারিদিকে শুধু লাশের মিছিল। ক্যান্টনমেন্টের নিছিদ্রর নিাপত্তার মধ্য দিয়েও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য তনুকে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এই সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। যেকোন সময় তারা পালিয়ে যাওয়ার পথ খুঁজবে। কিন্তু পথ খুঁজে পাবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান এবং অবিলম্বে দেশনেত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা