রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে খুনের সাড়ে ৫ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ
রাঙামাটিতে খুনের সাড়ে ৫ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ
রাঙামাটি :: রাঙামাটি শহরে খুনের সাড়ে ৫ ঘন্টার মধ্যে এজাজুল হক রাব্বীর খুনী সেলিম মাহমুদ (৩৪) কে আটক করতে সক্ষম হয়েছে রাঙামাটি পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত করে সকাল সাড়ে ১১টায় স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার ২৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ পিপিএম (বার)।
পুলিশ সুপার বলেন, রাঙামাটি জেলা পুলিশ ভোর ৬টায় রাঙামাটি ফরেস্ট কলোনী এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পায়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরত হাল করে। পরে রাঙামাটি জেলা পুলিশের ৪টি টিম রাঙামাটি শহরে বিভিন্ন তথ্যের মাধ্যমে কাজ শুরু করে। পরবর্তীতের স্থানীয় মার্কেটের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় খুনীকে স্থানীয় একটি রেষ্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামী বনরূপায় অবস্থিত একটি রেষ্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করতো। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাহনেওয়াজ রাজু, রাঙামাটি কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন আরিফসহ পুলিশে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানায়, এ ঘটনায় আহত নৈশ প্রহরী মো. আমিন হোসেন বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে নিহতের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন।
উল্লেখ্য, রাঙামাটি শহরের বনরূপা কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে এজাজুল হক রাব্বী নামের ২৮ বছরের এক যুবককে হত্যা করা হয়। শনিবার ভোরে এই হত্যাকান্ড ঘটে। এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক যুবক। গুরুতর আমির আলী বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত যুবক এজাজুল হক রাব্বী (২৮) শহরের বনরূপা বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।





জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বেতবুনিয়ায় সিএনজি কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত -১
রাঙামাটি জেলা পরিষদে ২৫ নভেম্বর কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে