বুধবার ● ৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » শারীরিক প্রতিবন্ধী আল মাহমুদের ২ হাজার টাকা দামের ১টি ব্যাটারী প্রয়োজন
শারীরিক প্রতিবন্ধী আল মাহমুদের ২ হাজার টাকা দামের ১টি ব্যাটারী প্রয়োজন

আশরাফুল ইসলাম রনি,তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) সাংবাদিক ভাই, আপনারা কত বিষয়ে লেখালেখী করেন; আমার জন্য একটা ১৫শ’ থেকে দুই হাজার টাকার মধ্যে অটো ভ্যানগাড়ীর পুড়াতন ব্যাটারীর ব্যবস্থা করে দেন ভাই ৷ দিনরাত অসয্য গরম অর সয্য হয়না ৷ তাছাড়া দিনের আলো শেষ হতেই একটু অন্ধকারে আমি যেন দু’চোখের আলো একেবারে হারিয়ে ফেলি ৷ আমার জন্য একটা পুড়াতন ব্যাটারীর ব্যবস্থা করা হলে ছোট পাখা লাগিয়ে আমার দূর্বল-ক্লান্ত শরীরটা একটুখানি জিড়িয়ে নিতাম আর দিনের শেষে একটা বাল্ব জালিয়ে আলোর ব্যবস্থা করতাম ৷ স্থানীয় বেসরকারী ‘পরিবর্তন’ নামক একটি সংস্থার সহায়তায় খুবই ক্ষুদ্র পরিসরে ব্যবসা করলেও প্রায় দুইহাজার টাকা খরচ করে ব্যাটারী কেনার মত টাকা আমার একেবারেই নেই ৷
সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী অধিকার সচেতন শারীরিক প্রতিবন্ধী আল মাহমুদ এভাবেই বললেন তার সীমাহীন সমস্যার কথা ৷ তিনি আরও বলেন, দারিদ্রতা আর প্রতিবন্ধিতার নিবীড় সম্পর্ক রয়েছে ৷ দরিদ্র বাবা-মায়ের একই পরিবারে আমরা চার ভাইবোন প্রতিবন্ধী ৷ খেয়ে না খেয়ে দিনাতীপাত হচ্ছে তবুও আমরা কখনও বৃত্তির চিন্তা করি নাই ৷ তিনি এও বলেন, ইতোমধ্যে আমার এক ভাই অবহেলায় দীর্ঘদিন বিছানায় পড়ে মারা গেছে ৷ যতই দিন যাচ্ছে প্রতিবন্ধিতার কারণে আমার শরীরও কর্ম ক্ষমতা হারাচ্ছে ৷ ঢাকাস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন র্যাত সিডিডি কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার ভ্রাম্যমাণ বাস ক্যাম্পে আমি সেবা নেয়ার জন্য গেলে তারা বলেছে, আমার শরীরের মাংসপেশীও শক্ত হতে শুরু করেছে ৷ বেশি দিনতো বাঁচবোনা ৷ তারপরেও প্রতিবন্ধিতা নিয়েই সারাক্ষণ চেষ্টা করছি নিজেকে কাজের মধ্যে ব্যসত্ম রাখতে ৷
আল মাহমুদ (২৬) সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে ৷ নিকটবর্তী কাজিপুর গ্রামে জন্ম গ্রহণ করলেও বর্তমানে বিনসাড়া সরকারী রাস্তার পাশে খাসের জায়গায় বসবাস করছেন৷ তিনভাই দুই বোনের মধ্যে আল মাহমুদ, মনিরুল, কাজলী গুরুতর শারীরিক প্রতিবন্ধিতার শিকার হয় ৷ অপর একজন আবদুল আহাদ আংশিক বুদ্ধি প্রতিবন্ধী৷
সরেজমিনে আরও জানা যায়, আল মাহদের বর্তমান দোকান ঘরটিতে স্থানীয় এক ব্যক্তি কিছুদিনের জন্য ব্যবসা করতে দিয়েছে ৷ বছর যেতে না যেতে সারাক্ষণই বলা হচ্ছে ঘর ছেড়ে দাও ৷ এ নিয়েও আল মাহমুদের চিন্তার শেষ নাই ৷ বাড়িওয়ালা বের করে দিলে কোথায় যাবে সে ? আল মাহমুদ বলেন, আমি ব্যবসা ছাড়বো না ৷ কারণ শরীরে খেটে আমি অন্য দশজন মানুষের মত যে কোন কাজ করতে পারবোনা ৷ প্রয়োজনে রাস্তায় বসে দোকানদারী করবো ৷ প্রতিবন্ধী ক্লান্ত-দূর্বল শরীরে অসয্য গরম আর সয্য হয়না ৷ আমাকে একটু বাতাস আর আলোর ব্যবস্থা করে দেন ৷
প্রয়োজন ১৫শ’ থেকে দুইহাজার টাকার একটি অটোভ্যান গাড়ীর পুরাতন ব্যাটারী ৷
আশরাফুল ইসলাম রনি,তাড়াশ,সিরাজগঞ্জ প্রতিনিধি এর যোগাযোগ মোবাইল নাম্বার ০১৭১২৬৪৫৬৩০





পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার