রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঢাকা » আর একটি একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা
আর একটি একতরফা জালিয়াতির নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচনকেন্দ্রীক গভীর রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলসমূহের সকল ন্যায্য দাবিকে নাকচ করে দিয়ে সরকার ও সরকারি দল দেশকে অনিবার্য সংঘাত - সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে। এর পুরো দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। তিনি ক্ষোভ আর বিস্ময়ের সাথে উল্লেখ করেন, বিরোধী দলকে পিটিয়ে, দমন করে আর তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঘৃণা আর বিদ্বেষ ছড়িয়ে কি তাদেরকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আনা যাবে!
তিনি বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক গতকাল এক সমাবেশে “বিরোধীদের কোন দাবি মানা হবেনা”- এই মর্মে যে বক্তব্য দিয়েছেন তা একদিকে চরম দম্ভ আর জেদের বহিঃপ্রকাশ ; আর অন্যদিকে সংঘাত - সংঘর্ষকে ডেকে আনার সামিল।
তিনি বলেন, গতকাল দলীয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও সরকার প্রধান তার রাজনৈতিক বিরোধীদের সম্পর্কে যেসব বিদ্বেষপ্রসুত বাক্য উচ্চারণ করেছেন তা তার সাংবিধানিক দায়িত্বের সাথে সংগতিপূর্ণ নয়। তাদের এসব বক্তৃতা - বিবৃতি গোটা পরিস্থিতিকে মীমাংসাহীন বৈরীতায় পর্যবসিত করছে।
তিনি বলেন, সরকার ও সরকারি দলকে এটা উপলব্ধি করা জরুরী যে, ২০১৪ বা ২০১৮ সালের মত তামাশাপূর্ণ জ্বালিয়াতির আর একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশের মানুষ এবার বরদাস্ত করবেনা না।
তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকার যদি যুক্তির পথে না হাঁটে তাহলে আন্দোলনের মধ্য দিয়ে লজ্জাজনক ভাবেই তাদেরকে বিদায় নিতে হবে।বাংলাদেশের মানুষ এবার এই মরীয়া আন্দোলনের জন্যই প্রস্তুত।
আজ সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় ডেংগু মোকাবিলায় সরকারি ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং সরকারের চরম দায়িত্বহীনতার জন্য প্রতিদিন ডেংগু পরিস্থিতির অবনতি ঘটছে।সভায় অনতিবিলম্বে ডেংগু মোকাবিলায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারী করে সমন্বিত পদক্ষেপ গ্রহনে সরকার, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।
সভায় এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।