শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রহ্মপুত্রে নদে মাছ ধরতে গেলে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। স্থানীয়দের ধারণা উজান থেকে ভেসে এসে নদের এই অংশে এসে আটকে যায় লাশটি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। এদিকে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে উঠার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, লাশের গায়ে লুঙ্গি এবং পাঞ্জাবি পড়া ছিল। তাছাড়া মুখে দাঁড়ি এবং মাথার চুল পাকা দেখে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ষাটোর্ধ্ব হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান