রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » সমাজে শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : শফিক চৌধুরী
সমাজে শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : শফিক চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের স্মার্ট হয়ে গড়ে উঠতে হবে।
শুধু পরীক্ষায় ভালো নাম্বার পেলেই চলবে না, সমাজে শিক্ষার্থীদেরকে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আর এতেই দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব হবে।
তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ ‘আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্ট’র উদ্যোগে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা’ বিতরণকালে একথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন আনাম ও বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ার হোসেন।
আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের ট্রাস্টি আজিজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সুয়েব সিকদার।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী
বিশ্বনাথ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দৈনিক যুগান্তর পত্রিকা শুরু থেকেই এদেশের গণমানুষের কথা বলে আসছে।
পত্রিকাটি আগামিতেও এর ধারাবাহিকতা রক্ষা করে চলবে বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। আর এতে দৈনিক যুগান্তর’সহ দেশের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশে প্রচুর সংবাদপত্র ও টেলিভিশন নতুন ভাবে অনুমোদন হয়েছে।
তাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকরাও স্মার্ট হয়ে কাজ করবেন।
তিনি শনিবার (১৭ ফেব্রæয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু’র সভাপতিত্বে এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) স¤্রাট হোসেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ, যুগ্ম সম্পাদত মকদ্দছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, জেলা যুবলীগের শিক্ষা-প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি কামাল মুন্না, সংবাদকর্মী অজিত দে, প্রবাসী শাহিন মিয়া, যুবলীগ নেতা জাবেদ মিয়া, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, সিরাজুল ইসলাম রুকন ও জাকির হোসেন মামুন প্রমুখ নেতৃবৃন্দ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো