বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত
শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত
মো. রুহুল আমিন, চাঁদপুর প্রতিনিধি :: জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ১২ ঘটিকায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পরকালীন নাজাতের জন্যে মোনাজাতে মাধ্যমে এই সম্মেলন শেষ হয়। শাহরাস্তি উপজেলার কালীবাড়ী বাজার মাঠে উক্ত ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সুন্দবন ষ্ট্রীল কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মো. ইকবাল হোসেন।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, চট্টগ্রামের ফটিকছড়ির হজরত মাওলানা বেলাল উদ্দিন নানুপুরী।
আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, বিশ্ব বরেণ্য ও বিখ্যাত মিশরের ক্বারী আব্দুল বাসেত (রহ.) এর সুযোগ্য সাহেবযাদা শায়খ ক্বারী মুহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনকি, তানজানিয়ার শায়খ ক্বারী রেজাঈ আইয়ুব, আফ্রিকার থেকে আগত শায়খ ক্বারী ফারদান আদম,
পাকিস্তান থেকে আগত শায়খ ক্বারী সালমান হাবিব, পাকিস্তান থেকে আগত শায়খ ক্বারী জিসান হানিফ এবং চট্টগ্রামের নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার উচ্চতর তাজবীদ ও ক্বেরাত বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা ক্বারী এমদাদ উল্যাহ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হোসাইন আহম্মদ, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, শাহরাস্তির জামিয়া ইসলামিয়া আরাবিয়া খেড়িহর মাদ্রাসার সাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ উল্যাহ দা.বা, কুমিল্লা বিভাগ জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নাজির আহম্মদ শিবলী, চাঁদপুর জেলার জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের সভাপতি ও পীরসাহেব বাগীছাপুর হযরত মাওলানা আনসার আহম্মদ এবং চাঁদপুর জেলার জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের খলিফা, নানুপুর ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাড়াও অন্যান্য জেলার কোরআন প্রেমী মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন, জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন, জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফারুক আহমাদ এবং জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন