বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী
রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী
আহমদ বিলাল খান :: রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে সারা বাংলাদেশে জুলাই গণহত্যার বিভিন্ন চিত্র, ভিডিও, ডকুমেন্টরি ও আন্দোলনের বিভিন্ন খণ্ডাংশ, চিত্র প্রদর্শনসহ গণহত্যার নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বাস্তবতা জনমানসে তুলে ধরার লক্ষ্যে বৃহৎ আকারে প্রদর্শনী আয়োজন করেছে রাঙামাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত শহরের কলেজ গেইট, বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই গণহত্যার ভিডিও, ছবি ও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, সারাদেশেই আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল। তারই ধারাবাহিকতায় রাঙামাটি শহরে জুলাই প্রদর্শনীর আয়োজন করা হয়৷ এখানে আন্দোলনের বিভিন্ন চিত্র, ভিডিও, ডকুমেন্টারি প্রদর্শন করা হয়৷ আমাদের মূল বার্তা হল- “ইতিহাসের আঘাত ভুলতে দেওয়া যাবে না – নির্লজ্জ হত্যাকাণ্ড ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতায় ছাত্রসমাজের অটুট প্রতিবাদে জুলাই গণহত্যার নির্মম সত্য উদঘাটনে বৃহৎ পদক্ষেপ”এর অংশ হিসেবে রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণহত্যার নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বাস্তবতা জনমানসে তুলে ধরার লক্ষ্যে বৃহৎ আকারে প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই আন্দোলনের আওতায়, শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের স্মৃতিকে অমর করার উদ্দেশ্যে।
এছাড়াও সারাদেশের শহরের প্রত্যেক মোড়ে নাগরিকদের উদ্দেশ্যে ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সকলেই ইতিহাসের এই নির্লজ্জ অধ্যায়কে স্মরণ করে প্রয়োজনীয় প্রতিবাদ ও সচেতনতার বার্তা প্রেরণ করতে পারেন।
এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রসমাজের পক্ষ থেকে শুধুমাত্র অতীতের ইতিহাস তুলে ধরা নয়, বরং সাম্প্রতিক সময়ে যে কোন প্রকার নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনসাধারণকে জাগরণ করারও প্রচেষ্টা চালানো হচ্ছে। আন্দোলনের প্রধান উদ্দেশ্য হল – ইতিহাসের আঘাত ভুলতে দেওয়া যাবে না, এবং নিপীড়নের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়ানো আমাদের জাতির অনিবার্য কর্তব্য।
এই কর্মসূচির সফল আয়োজনের জন্য সংগঠক, সহযোগী প্রতিষ্ঠান ও উপস্থিত সকল ছাত্র-জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় রাঙামাটি বৈষম্য বিরোধী আন্দোলনের আফিয়া, সাইয়েদা, ইমাম, রোমান, নুর আলম সহ সকল নেতৃবৃন্দরা।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়