বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসন কতৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস -২০২৫ ইংরেজি বুধবার ২৬ মার্চ-২০২৫ উদযাপন করা হয়।
দিনসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ শুচনা করা হয়। পরে উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে উপজেলা প্রশাসন, কাউখালী থানা, কাউখালী প্রেসক্লাব, উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠন উপজেলার বিভিন্ন বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসন মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
কুচকাওয়াজ শেষে উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এক সম্বর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসন কতৃক ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননার সহিত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সম্মানীত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ ও ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গনমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাত্তর উপজেলা প্রশাসন মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন বিদ্যালয় উচ্চ বিদ্যালয় কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি কতৃক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস