

সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা » উত্তরায় মাইলস বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
উত্তরায় মাইলস বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২১ জুলাই-২০২৫ সোমবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ঢাকা উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন পুড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন এই মর্মান্তিক ঘটনায় দেশবাসী শোকবিহব্বল
তিনি বলেন, স্কুলের উপর প্রশিক্ষণ জেট বিমান ভেংগে পডার অনাকাঙ্খিত ঘটনায় কোমলমতি অসংখ্য শিশু শিক্ষার্থীর জীবন ঝরে গেল, পরিবারগুলোর স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল, এগুলো মেনে নেওয়া খুবই কষ্টের। এই বেদনার ভার বহন করা কঠিন।
তিনি বলেন, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান কিভাবে উড্ডয়ন করে তা রীতিমতো বিস্ময়ের বিষয়।
তিনি ইতিমধ্যে পার্টির নেতা কর্মীদেরকে আহতদের জরুরী চিকিৎসার কাজে সহায়তা করতে নির্দেশনা দিয়েছেন।
তিনি নিহত ও আহতদের পরিবারঅসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবী জানান।
তিনি আরো বলেন , এই ধরণের দুর্ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান।