

সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জের স্থানীয় খেলার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আয়োজিত এই ম্যাচে অংশ নেন উপজেলা প্রশাসন একাদশ বনাম ঈশ্বরগঞ্জ পৌরসভা একাদশ। অনুষ্ঠিত খেলায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ঈশ্বরগঞ্জ স্থানীয় খেলার মাঠে আয়োজিত এই ম্যাচটি ছিল এক দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে তোলে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অবশেষে, খেলায় উভয় দলই সমানতালে লড়াই করে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
এই প্রীতি ফুটবল ম্যাচটি কেবল একটি খেলা ছিল না, এটি ছিল জুলাই পুনর্জাগরণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই ছিল মূল লক্ষ্য। ম্যাচের শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীন, ঈশ্বরগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, ক্রীড়া সংগঠক আব্দুল হালিম, জুলাই শহীদ শেখ শাহরিয়ার এর পিতা শেখ মোহাম্মদ আব্দুল মতিন এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলার মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসম্পৃক্ত ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এই সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজন ও দর্শকবৃন্দ। ভবিষ্যতে এ ধরনের আরও খেলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।