বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
ঝালকাঠির সুগন্ধায় লঞ্চে আগুন : সেই রাতের স্মৃতি আজও কাঁদায়
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :: ২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক লঞ্চ দুর্ঘটনা। ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’ এ রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে।
দগ্ধ হযে প্রাণ হারায় নারী ও শিশুসহ অর্ধশত যাত্রী। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হয়।
নিহতদের বেশিরভাগই বরগুনার বাসিন্দা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন ২৩ ডিসেম্বর পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে রওনা হয়েছিলেন অনেকে। কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের।
ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় মানুষ, ঝালকাঠি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়।
ঝালকাঠি লঞ্চঘাট, দিয়াকুলের চর, কলেজ খেয়াঘাট, হাসপাতাল ও লাশকাটা ঘর সবখানেই ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের আহাজারী।
এই দুর্ঘটনা নৌযান নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির বিষয়টি নতুন করে সামনে আনে। ঘটনার চার বছর পেরোলেও অভিযান-১০ এর সেই ভয়াল রাতের স্মৃতি আজও ভাসে সুগন্ধার ঢেউয়ে, কাঁদায় নিহতদের পরিবার-পরিজনকে।
ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশী মদসহ আটক-৪
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশী মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে জেলা পুলিশের নলছিটি উপজেলার কালিজিরা এলাকায় বসানো অস্থায়ী চেকপোস্টে প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে এক লিটার বিদেশী মদসহ ৪ জনকে আটক করা হয়।পরে তাদের নলছিটি থানায় সোর্পদ করা হয়।
পুলিশ জানায়,আটককৃতদের মধ্যে ফারুক হোসেনের বাড়ি ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায়। আটকৃকৃতরা বন্ধু ফারুকের সাথে প্রাইভেটকারে মদ নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
আটককৃতরা হল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, ময়মনসিংহ কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান ও ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠি-নলছিটি-২ আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ
ঝালকাঠি :: ঝালকাঠি-নলছিটি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার ২২ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আক্কাস সিকদার, শহর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান, সহকারী পাবলিক প্রসিকিউটর ফয়সাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, হেলাল খানসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা।
মনোনয়ন সংগ্রহ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি:: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল চারটার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে।
এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীরা জানান, ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
বিকাল পাঁচটার দিকে পুলিশ সুপার মো: মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।





ঝালকাঠিতে সাবেক মেয়র রানা আটক
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ঝালকাঠিতে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মায়ের মোবাইল আসক্তিতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী