বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাউখালীতে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া মূইনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদরাসায় শহীদ হালিম - লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা -২০২৫ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১০ টা -১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ২৪৭ জন এবং রাঙামাটি জেলার ৫ টি উপজেলায় মোট ১২০০ পরিক্ষার্থী (২য় হতে ৮ ম শ্রেণি) পরিক্ষায় অংশ গ্রহণ করেন।
পরিক্ষায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীরা স্বতস্পুর্তভাবে অংশ গ্রহণ করেন।
এ সময় পরিক্ষা চলাকালীন কেন্দ্রে দায়িত্ব পালন করেন শহীদ হালিম -লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরিচালক মো. কামাল হোসেন, বেতবুনিয়া মূইনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদরাসা সুপার ও কেন্দ্র সচিব মাওলানা মো. শফিকুল ইসলাম সিকদার, পরিক্ষা (নিয়ন্ত্রক) উপ পরিচালক মো. তৈয়বুর রহমান, পরিক্ষা হল ইনভিজিলেটর মো. জুয়েল রেজা, ইনভিজিলেটর মো. মিজান, ইনভিজিলেটর মো. মিজানুর রহমান, ইনভিজিলেটর মাওলানা মো. শওকত হোসাইন, ইনভিজিলেটর মো. মুকিম, ইনভিজিলেটর মো. মিজানুর রহমান, ইনভিজিলেটর মো. ইমতিয়াজ, ইনভিজিলেটর মো. মিরাজ, ইনভিজিলেটর হাফেজ মো. সাকিব।
শহীদ হালিম - লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা -২০২৫ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সারা বাংলাদেশে প্রায় মেট ৫০ হাজার শিকার্থী অংশ গ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।
তার মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার ৫টি উপজেলায় ৫টি কেন্দ্রে মোট ১ হাজার ২শত জন শিকার্থী অংশ গ্রহণ করেন।





বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার