শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
আকতার হোসেন, মিরসরাই :: জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ইসমাঈল হোসেন (৩৬)। প্রবাসের আয় দিয়ে ভালোই চলছিল তার সংসার। হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন তার মোবাইলফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কফিন হয়ে দেশে ফিরেছে ইসমাঈলের লাশ। এরপর বিকাল তিনটায় নিজ বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহত ইসমাঈল মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রাম এলাকার দরবেশ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মরহুম মাওলানা অলী আহমদের ছেলে এবং মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।
নিহতের ভাই ইউসুফ জানান, আমার ভাই মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কাতারে রয়েছেন। গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন তার মোবাইলফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মিরসরাই সমিতি কাতারের নেতাকর্মীদের সহযোগিতায় বৃহস্পতিবার ভাইয়ের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কফিন হয়ে বাড়িতে এসে পৌঁছায়। বিকাল তিনটায় জানাজা শেষে দাফন করা হয়। উনার তিন সন্তান রয়েছে।
এর আগে, মিরসরাই সমিতি কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি জানান, সমিতির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) মরহুমের প্রথম জানাজা কাতারের মিসামিরে জাতীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাত ২টায় ইসমাঈল ভাইয়ের কফিন বিমানে তুলে দেয়া হয়েছে।
মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্নীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানাযায় উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাইয়ের সূর্যদয় ক্লাবের ফাইনালে চ্যাম্পিয়ন জোরারগঞ্জ ক্রীড়া সংস্থা
মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সামাজিক ও ক্রীড়া সংগঠন পশ্চিম অলিনগর সূর্যদয় ক্লাব এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বিকেলে পশ্চিম অলিনগর সূর্যদয় ক্লাব সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ভয়েস অফ অলিনগর বনাম জোরারগঞ্জ ক্রিড়া সংস্থা’র মধ্যকার ফাইনাল খেলায় জোরারগঞ্জ ক্রিড়া সংস্থা ৩০ রানে জয় লাভ করে।
ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সোহান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা।
সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মহিউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ওবায়দুল হক খন্দকার এর সুযোগ্য সন্তান এমদাদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম (কালা মেম্বার), বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, আনোয়ার হোসেন, নিজাম, মোকছেদ, মানিক প্রমুখ।





মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার